রংপুর বিভাগ

রংপুরের গংগাচড়ায় মাদক ব্যবসায়ী আটক মাদক উদ্ধার

গংগাচড়া প্রতিনিধি ।। রংপুর জেলার গংগাচড়া মডেল থানার অভিযানে হেরোইন ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী লেবু’কে আটক করেছে পুলিশ।

শুক্রবার ২৯/১১/২০২৪ রাতে রংপুরের গংগাচড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আল এমরানের নেতৃত্বে এসআই/ মোঃ আজিবর রহমান সঙ্গীয় ফোর্সসহ মোবাইল-১ ডিউটি করাকালীন গংগাচড়া জিরো পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন গংগাচড়া ইউপির অন্তর্গত ভুটকা চাঁদনী পাড়াস্থ রাস্তার দক্ষিণ পার্শ্বে একটি পরিত্যাক্ত ইটের দেয়ালের পাশে জনৈক মোঃ আকবর হোসেনের বসতবাড়ী সংলগ্ন স্থান হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ লেবু মিয়া (৫০), পিতা-মৃত বছির উদ্দিন, সাং-ভুটকা, থানা-গংগাচড়া, জেলা-রংপুর কে আটক করে।

এ সময় তার হেফাজত হতে ডান হাতে থাকা সাদা পলিথিনের প্যাকেটের ভিতরে খাকি রং এর কাগজে মোড়ানো ০৯ পোটলা গাঁজা এবং সাদা কাগজে মোড়ানো ৩১ পুরিয়া হেরোইন বিধি মোতাবেক উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এ ঘটনায় গংগাচড়া মডেল থানার মামলা নং-৩২, তাং-৩০/১১/২০২৪ খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯ (ক)/৮(ক) রুজু করা হয়। ধৃত অভিযুক্ত মোঃ লেবু মিয়ার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে।