দেশের-খবর

যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ হত্যা মামলার আসামী রংপুরে গ্রেফতার

যুবলীগ নেতা মামুনুর রশিদ চাঞ্চল্যকর হত্যা মামলার সাজা প্রাপ্ত একজন আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব – ১১ ও র‍্যাব -১৩ এর একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত আসামি নেহাল (৪০) নোয়াখালী জেলার চাটখিল থানাধীন পশ্চিম দেলিয়াই গ্রামের মাওলানা আলী উল্লাহ এর ছেলে বলে জানা গেছে।

মামলার বিবরণে জানা গেছে ১৮ই মে ২০১৫ ইং তারিখে যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ নোয়াখালী চাটখিল থানাধীন দেলিয়ার বাজার হতে বাড়ি আসার পথে চন্দনগঞ্জ ইউনিয়নের পূর্ব আমানিয়া গ্রামে পৌঁছালে আসামি নেহাল ও মামলার অনান্য আসামিরা পরিকল্পিতভাবে মামুনুর রশিদকে হত্যা করে। রাজনৈতিক কারণে স্থানীয় সন্ত্রাসীদের সাথে দ্বন্দ্বের ঘটনা সৃষ্টি এই হত্যাকাণ্ডের কারণ বলে জানিয়েছে র‍্যাব।

হত্যা ঘটনার মামুনুর রশিদের ভাই মোঃ ফখরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে চন্দনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলেন বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি নেহালের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পরে আজ সোমবার রংপুর জেলার পীরগাছা থানাধীন পাওটানাহাট এলাকা হতে অভিযান চালিয়ে র‍্যাব নেহাল কে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রাক করে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।