রংপুর বিভাগ

মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতারের ঘটনায় কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম (৩০)কে ইয়াবসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হলে ওই ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি রিতু আলম ও সাধারণ সম্পাদক আফরিন জাহান মৌ যৌথ স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপেরহাট ইউনিয়ন মহিলা দল কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আফরিন জাহান মৌ বলেন, ধাপেরহাট ইউনিয়ন শাখা মহিলা দলের দায়িত্বশীল পদের নেতারা অসামাজিক কাজে লিপ্ত থাকার কারণে এ কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

উল্লখ্য, বৃহস্পতিবার (৩ এপ্রিল) ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া গ্রামের দুলা মিয়ার স্ত্রী ও ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেফতার হন। পরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।