রংপুর বিভাগ

ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনারের রংপুর পরিদর্শন, বিশৃঙ্খলার দায়ে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি রংপুরঃ রংপুরে নতুন ভারতীয় সহকারী হাইকমিশন স্থাপনের জন্য অফিস নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ১৬ই এপ্রিল বুধবার দুপুরে রংপুর চেম্বার ভবনে নেতাদের সঙ্গে সভায় অংশ নেন রাজশাহীর ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত সভাপতি আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম। সভায় মনোজ কুমার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার রংপুর বিভাগের মানুষের সুবিধার্থে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর রংপুরে নতুন সহকারী হাই কমিশন অফিস খোলার উদ্যোগ নিয়েছে।

এরপর বিকেলে কাউনিয়া উপজেলার নলঝুড়ি এলাকার শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। পরিদর্শনকালে তিনি আশ্রমের পরিবেশ ও কার্যক্রম ঘুরে দেখেন এবং ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়। উপজেলার মীরবাগ বিষ্ণপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। আব্দুল মজিদ কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। তিনি ওই ইউনিয়নের মহেশা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে।

ছবি – কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ

এ ব্যাপারে, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একই দিনে কাউনিয়া উপজেলার নলঝুড়ি এলাকার শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। পরিদর্শনকালে তিনি আশ্রমের পরিবেশ ও কার্যক্রম ঘুরে দেখেন এবং ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। উক্ত অনুষ্ঠানে কুর্শা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মজিদকে দাওয়াত না দেওয়ায় তিনি মনঃক্ষুণ্ণ হন এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বলে জানা গেছে। এছাড়াও তিনি নেতাকর্মীদের নিয়ে গোপনে মিটিং করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাকে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে তিনি কাউনিয়া থানা হেফাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

বিভাগীয় রংপুর শহরে নতুন সহকারী হাই কমিশন অফিস খোলার জন্য শহরের শালবন, কামাল কাছনা ও ধাপ এলাকার বিভিন্ন লোকেশনে একাধিক অফিস বিল্ডিং পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশন সংশ্লিষ্টরা।