বেরোবি শিক্ষার্থীদের জন্য নতুন বাস
বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর -এর শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতে বাস কেনার জন্য রুপালী ব্যাংক পিএলসি ২০ লাখ টাকা অনুদান প্রদান করেছে। আজ বুধবার (০১ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যায় বেরোবির প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর কাছে এই চেক হস্তান্তর করেন রুপালী ব্যাংক পিএলসি রংপুর এর জেনারেল ম্যানেজার ও বিভাগীয় প্রধান তানভীর হাসনাইন ম্ইন।
বেরোবি উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন বাস যুক্ত হলে যাতায়াত আরো সুবিধাজনক হবে। বেরোবি শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য রুপালী ব্যাংককে ধন্যবাদ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, রুপালী ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহমুদুল ইসলাম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার ও জোনাল ম্যানেজার মোঃ আব্দুল মোতালেব হোসেন প্রামানিক।