রকমারী

বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে কর্মসূচি

বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ যথাযথ মর্যাদা ও উৎসবের সাথে উদযাপনের জন্য দিনব্যাপী নিম্নোক্তভাবে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নের্তৃত্বে সকাল পৌনে ১০টায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ র‌্যালিতে অংশগ্রহণ করবেন। র‌্যালি শেষে প্রীতি খেলার আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টায় আতশবাজি প্রদর্শন ও সাড়ে ৭টায় জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। এছাড়া ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে তিন আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

০৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার
সময় কর্মসূচি
সকাল ০৯:০০ মিনিট : জাতীয় পতাকা উত্তোলন (স্থান: প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট)
সকাল ০৯:৪৫ মিনিট : বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ব্যান্ড পার্টি ও ঘোড়ার গাড়ি।
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/দপ্তর/শাখার সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ র‌্যালিতে অংশগ্রহণ করবেন। র‌্যালি শেষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য প্রীতি খেলার আয়োজন।
বিকেল ৫:৩০ মিনিট (বাদ আসর) : দোয়া ও মিলাদ মাহ্ফিল (স্থান: কেন্দ্রীয় মসজিদ)
সন্ধ্যা ৭:০০ মিনিট-০৭:৩০ মিনিট : আতশবাজি প্রদর্শন।
সন্ধ্যা ৭:৩০ মিনিট : সাংস্কৃতিক অনুষ্ঠান (জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনা)।