শিক্ষা

বেরোবিতে গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি :বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থীর গবেষণা প্রবন্ধ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত জালিয়াতির অভিযোগ তদন্তে ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার (০২ মার্চ, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নির্দেশে রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়।

তিন সদস্যের এই কমিটিতে গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামকে আহবায়ক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানকে সদস্য এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ কামরুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে।