বেরোবিতে এপোস্টিল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে এপোস্টিল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন সনদ অনলাইনে সত্যায়ন কার্যক্রমের বিভিন্ন ধাপ ও প্রক্রিয়া নিয়ে এই কর্মশালায় আলোচনা করা হয়। এতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান।
এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, এপোস্টিল হলো একটি সনদ, যা এপোস্টিল কনভেনশন ১৯৬১-এর নিয়ম মেনে কোনো পাবলিক ডকুমেন্টের সত্যায়নের সনদ হিসেবে প্রদান করা হয় এবং এটি সেই ডকুমেন্টের উৎপত্তির সঠিকতা প্রত্যয়ন করে। তিনি বলেন, এপোস্টিল সনদ ও এর ব্যবস্থাপনা ও প্রযুক্তির মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে এপোস্টিলকৃত ডকুমেন্টের উৎপত্তির সঠিকতা যাচাই করা যায়। বাংলাদেশ এই কনভেনশনভুক্ত দেশ হওয়ায় ১২৬টি দেশে সত্যায়নকৃত ডকুমেন্ট দ্রুত সময়ে আদান প্রদান করতে পারবে।
কর্মশালায় সভাপতির বক্তব্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, সরকার কর্তৃক প্রদানকৃত গুরুত্বপূর্ণ সনদের সত্যায়ন কার্যক্রম অনলাইনে বিভিন্ন অঞ্চল থেকে করা গেলে, সময় ও অর্থ বেঁচে যাবে। এতে ভোগান্তিও কমে আসবে। এপোস্টিল কনভেনশনের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হবেন। উপাচার্য আরো বলেন, এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগাতে পারলে ভবিষ্যত প্রজন্মের জন্য সনদ যাছাই বাছাইয়ের ভোগান্তি আর থাকবে না।
অনলাইনে যুক্ত হয়ে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবির। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, সৈয়দপুর এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।