বৃষ্টি আইনে বাংলাদেশের হার
ব্যাটসম্যানদের ব্যর্থতার পরও অল্প পুঁজি নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন শরিফুল ইসলাম ও মেহেদি হাসান। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে গেল টাইগাররা।
মাউন্ট মঙ্গুনুইয়ের বে ওভালে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডের জয় ১৭ রানে। এর ফলে সিরিজ শেষ হলো ১-১ সমতায়।
প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৫ উইকেটে। পরের ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।
১১১ রানের লক্ষ্যে রোববার ১৪.৪ ওভারে নিউজিল্যান্ডের স্কোর যখন ৫ উইকেটে ৯৫ রান, তখন হানা দেয় বৃষ্টি।
৪৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কিউইরা। এরপর অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটিতে দলকে জয়ের পথে নেন জেমি নিশাম ও মিচেল স্যান্টনার। নিশাম ২০ বলে ২৮ রানে ও স্যান্টনার ২০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।
দুটি করে শিকার ধরেন শরিফুল ও মেহেদি।
তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে সিরিজ সেরা শরিফুল। প্রায় তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম ম্যান অব দা সিরিজ হলেন এই বাঁহাতি পেসার।
প্রথম ম্যাচে ২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন শরিফুল। বৃষ্টিতে ভেসে যাওয়া পরের ম্যাচে তিনি নেন ফিন অ্যালেনের উইকেট। শেষটিতেও ২ শিকার ধরে জয়ের আশা জাগান তিনি।
তিন সংস্করণ মিলিয়ে চলতি বছর ৩২ ইনিংসে ৫২ উইকেট নিয়েছেন শরিফুল। আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকা বর্ষে পঞ্চাশ বা তার বেশি উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম বোলার তিনি।
বাংলাদেশের হারের দায় মূলত ব্যাটারদের। টস হেরে ব্যাটিংয়ে নেমে পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁলেও কেউই ২০ রান করতে পারেননি। সর্বোচ্চ ১৭ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে।
অধিনায়ক নাজমুলও বললেন সেই কথা, “বোলাররা দারুণ কাজ করেছে। টি-টোয়েন্টিতে শুরুটা গুরুত্বপূর্ণ, আমাদের ব্যাটসম্যানরা শুরু পেলেও ইনিংস বড় করতে পারেনি। এ ভুলই করেছি আমরা।”
বল হাতেও বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন স্যন্টনার। ৪ ওভারে স্রেফ ১৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন কিউই দলপতি।
দুটি করে নেন তিন পেসার টিম সাউদি, অ্যাডাম মিল্ন ও বেন সিয়ার্স। ইশ সোদি উইকেট না পেলেও ৪ ওভারে দেন স্রেফ ১৬ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৯.৩ ওভারে ১১০ (সৌম্য ৪, রনি ১০, শান্ত ১৭, হৃদয় ১৬, আফিফ ১৪, শামিম ৯, মেহেদি ৪, রিশাদ ১০, শরিফুল ৪, তানভীর ৮, মুস্তাফিজ ৩*; অতিরিক্ত ১১; সাউদি ৪-০-২৫-২, মিল্ন ৩.২-০-২৩-২, সিয়ার্স ৪-০-২৮-২, স্যান্টনার ৪-০-১৬-৪, সোদি ৪-০-১৬-০)।
নিউজিল্যান্ড: ১৪.৪ ওভারে ৯৫/৫ (অ্যালেন ৩৮, সাইফার্ট ১, মিচেল ১, ফিলিপস ১, চাপম্যান ১, নিশাম ২৮*, স্যান্টনার ১৮*; অতিরিক্ত ৭; তানভীর ১-০-১২-০, মেহেদি ৪-০-১৮-২, শরিফুল ৩.৪-০-১৭-২, মুস্তাফিজ ৩-০-১৩-০, রিশাদ ২-০-১৯-০, শান্ত ১-০-১৪-০)।
ফল: বৃষ্টি আইনে নিউজিল্যান্ড ১৭ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: মিচেল স্যান্টনার।
ম্যান অব দা সিরিজ: শরিফুল ইসলাম।