বীরগঞ্জ ইউএনওর প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে এলাহীকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষক-জনতা।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বীরগঞ্জ উপজেলার প্রধান ফটকের সামনে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধ করেন বীরগঞ্জ শিক্ষক পরিবার ও বীরগঞ্জ শিক্ষক সমিতি এবং স্থানীয় বিক্ষুদ্ধ জনতা।
গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়েছে মহাসড়ক। এতে সড়কের দুই দিকে আটকা পড়ে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়ে দূরপাল্লার যাত্রীরা।
শিক্ষক নির্যাতন ও হয়রানি এবং চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমানকে লাঞ্ছিত করে বরখাস্ত করার প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা বাতিল করে শিক্ষকেরা এই আন্দোলনে নামেন।