খেলার খবর

বিশ্বকাপে টানা পঞ্চম ম্যাচে হারলো বাংলাদেশ

শনিবার বিশ্বকাপে টানা পঞ্চম ম্যাচে হারলো বাংলাদেশ। শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। এই হারে বিশ্বকাপ থেকে টাইগারদের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে নেদারল্যান্ডস। চার রানের মধ্যেই দুই ওপেনার বিক্রমজিত ও দাউদকে ফেরান তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

এরপর ৫৯ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় ডাচরা। ৪১ রান করা বারেসিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মোস্তাফিজ। এরপর আকারম্যানকে ফেরান সাকিব।

তবে পঞ্চম উইকেটে বাস ডি লিড আর স্কট এডওয়ার্ডস ৪৪ রানের জুটি গড়েন। ডি লিড ১৫ রানে ফিরলেও এডওয়ার্ডস ৬৮ রান করেন। এরপর সাইব্রান্ডের ৩৫ আর ভ্যান বিকের ২৩ রানে ভর করে ২২৯ রান তুলতে সমর্থ হয় নেদারল্যান্ডস।

শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মাহাদি হাসান নেন দুইটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগাররা। মাত্র ৭০ রানের মধ্যেই হারায় ছয় উইকেট। লিটন দাস ৩, তানজিদ হাসান ১৫, মেহেদি মিরাজ ৩৫, সাকিব আল হাসান ৫, নাজমুল হোসেন ৯ আর মুশফিক করেন ১ রান। এরপর মাহমুদুল্লাহ আর মেহেদি হাসান প্রতিরোধের চেষ্টা চালান।

তবে দলীয় ১০৮ রানে মেহেদি ১৭ রান করে রানআউটের শিকার হন। দলের খাতায় আরও ৫ রান যোগ হতেই ফেরেন রিয়াদও।

গতকাল এই ব্যাটার করেন ২০ রান। এরপর শেষদিকে মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদের ক্যামিওতে কেবল হারের ব্যবধানটাই কমেছে।

মোস্তাফিজ ৩৯ বলে ২০ রান আর তাসকিন করেন ১১ রান। বাংলাদেশ ৪২.২ ওভারে ১৪২ রানে অলআউট হয়।

নেদারল্যান্ডসের ভ্যান মিকারেন চারটি এবং ডি লিড নেন দুইটি উইকেট।

ছয় ম্যাচে বাংলাদেশের সংগ্রহ কেবল ২ পয়েন্ট। হাতে আছে আর তিন ম্যাচ।