রংপুর বিভাগ

বিএনপি’র শুদ্ধি অভিযানে ড্যাব রংপুর ভোটার তালিকা হতে ৩ ডাক্তারের নাম বাদ

নিজস্ব প্রতিবেদকঃ আ.লীগের দোসর হিসেবে চিহিৃত, ড্যাবের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়লেন রমেকের তিন চিকিৎসক। বিএনপির শুদ্ধি অভিযানে ড্যাব রংপুর ভোটার তালিকা হতে আ.লীগের দোসর হিসেবে চিহিৃত ৩ ডাক্তারের নাম বাদ দিয়ে আগামী ৯ আগস্ট নির্বাচনের দিন ঠিক করে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই সম্পূর্ণ করার পর সারা বাংলাদেশ থেকে ৩ হাজার ১শ ৫৫ জন চিকিৎসককে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় রংপুর মেডিকেল কলেজ ড্যাবের এ তিনজন চিকিৎসককে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, রংপুর মেডিকেল কলেজ ড্যাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইএনটি বিভাগের ডা. মাযহারুল ইসলাম, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক, মেডিসিন বিভাগীয় প্রধান ডা. মোখলেসুর রহমান ও কার্যকরী সদস্য, ইউরোলজি বিভাগের ডা. জহুরুল হক।

অভিযোগ আছে, ড্যাবের সদস্য পদে থাকলেও বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাচিপের সাথে তাদের সংশ্লিষ্টতা ছিল এবং তাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সু-সম্পর্ক বজায় রেখে বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করতেন। ৫ আগস্ট এর পরে হঠাৎ করেই তারা নতুন রূপে আবির্ভূত হন।

ক্ষমতার অপব্যবহার করে ডা. জহুরুল হক হল সুপারের দায়িত্ব গ্রহণ করেন এবং অছাত্রদের সিট বরাদ্দ রেখে ছাত্র রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। ডা. মোখলেসুর রহমান মেডিসিন বিভাগের সিনিয়র দুজন প্রফেসরকে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ এনে বদলি করিয়ে নিজে বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ডা. মাজহারুল ইসলাম অধ্যক্ষকে চাপ প্রয়োগ করে প্রস্তাবিত নতুন একাডেমিক বিল্ডিং এর প্রজেক্ট ডিরেক্টর এর পদ বাগিয়ে নেন। এভাবে ক্ষমতার অপব্যবহার করে নিজেদের প্রভাব বলয় তৈরি করেন। সেইসাথে বদলি বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে ড্যাবের একজন চিকিৎসক সাংবাদিকদের জানান, বিগত ১৫ বছরে কোনদিন ড্যাবের কোন কার্যক্রমে তাদের অংশগ্রহণ করতে দেখা না গেলেও বর্তমানে তাদের প্রভাবে প্রকৃত ত্যাগী ও ভুক্তভোগী নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন। তাদেরকে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এর মাধ্যমে রংপুর মেডিকেল কলেজে স্বৈরাচারের দোসরমুক্ত ড্যাব গঠন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

ড্যাবের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ার বিষয়ে রংপুর মেডিকেল কলেজ ড্যাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে আমি অবগত হলেও কি কারনে নাম বাদ দেয়া হয়েছে তা আমার জানা নাই। তিনি ধারনা করছেন গ্রুপিংয়ের কারনে উদ্দেশ্য প্রনোদিত এটি করা হয়েছে ।

রংপুর মেডিকেল কলেজ ড্যাবের সমাজ কল্যাণ ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডাঃ মোখলেছুর রহমান সরকার জানান সারা দেশে প্রায় ৮শ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে । বাদের তালিকায় আমারও নাম রয়েছে। এতে আমি বিচলিত নই। তবে এটি উদ্দেশ্য প্রনোদিত বলে মনে হয়েছে।

এদিকে ড্যাবের বেশ ক’জন চিকিৎসক আওয়ামী দোসরদের ড্যাবের ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সম্মেলন প্রস্তুতি কমিটি কে। তারা বলেন রংপুর মেডিকেল কলেজ ড্যাব কে স্বৈরাচারের দোসর মুক্ত করতে তারেক রহমান তার প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন। স্বৈরাচারের সাথে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ রূপে প্রমাণিত হওয়ায়, ড্যাবের প্রাথমিক সদস্য পদ সহ ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়েছেন। ইনশাআল্লাহ এই ধারা সামনের দিনেও অব্যাহত থাকবে এবং লুকায়িত আরো কতিপয় স্বৈরাচারের দোসরদের হাত থেকে ড্যাব মুক্ত হবে।

এদিকে এ বিষয়ে ড্যাবের অফিস সেক্রেটারী ডাঃ সোহেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শুদ্ধি অভিযানে এই ৩ চিকিৎসকের আওয়ামীলীগ সংশ্লিষ্টতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমানিত হলে তাদের ভোটার তালিকা হতে নাম বাদ দেয়া হয় ।