বালিয়াডাঙ্গীতে ৯০০ কৃষককে প্রশিক্ষণ ও জিংক ধানের বীজ প্রদান
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও : মানবদেহে পুষ্টির চাহিদা পূরণে ও জিংক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আট ইউনিয়নের ৯০০ প্রান্তিক কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিংক ও আয়রন সমৃদ্ধ ধানের বীজ প্রদান করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের আয়োজনে উপজেলার বড়বাড়ি ইউনিয়ন ফেডারেশন কার্যালয়ে কৃষকদের প্রশিক্ষণ ও ধানের বীজ বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলার কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, হারভেস্ট প্লাসের বিভাগীয় সমন্বয়ক জাকিরুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশের ঠাকুরগাঁও আঞ্চলিক ব্যবস্থাপক গোলজার হোসেন।
এছাড়া আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রাম-এর রিঅ্যাক্টস- ইন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের কৃষি ও পরিবেশ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা মো. রবিউল আলম ও মো. মামুনুর রশিদসহ স্থানীয় দুই শতাধিক কৃষক।
এর আগে বড় পলাশবাড়ি, চাড়োল, ধনতোলা, ভানোর, দুওসুও, পাড়িয়া ও আমজানখোর ইউনিয়নের ৭০০ কৃষককে প্রশিক্ষণ ও ধানের বীজ প্রদান করা হয়।
প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথিরা মানবদেহে জিংকের উপকারিতা এবং তার অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি পূরণের উপায়সহ জিংক আর আয়রন সমৃদ্ধ ধানের বিভিন্ন জাত, উৎপাদন ও প্রযুক্তির বিষয়ে আলোচনা করেন।