খেলার খবর

বাবুর বোলিং তোপে কুপোকাত বরিশাল, জিতল রংপুর

স্পোর্টস ডেস্ক : আলাউদ্দিন বাবুর বোলিং তোপে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি বরিশাল। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে বড় জয় পেল রংপুর।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বরিশালকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১০৮ রানে থামে বরিশাল। ৪ ওভার বল করে মাত্র ৯ রান খরচ করে ৪ উইকেট নেন বাবু।
জবাব দিতে নেমে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ফিফটির কল্যাণে ৩ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর।
সিলেটের একাডেমি মাঠে টস হেরে এদিন আগে ব্যাটিংয়ে নামে বরিশাল। শুরুটা খারাপ ছিল না তাদের। কিন্তু ৩৩ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে পর্যাপ্ত পুঁজি তুলতে ব্যর্থ হয় তারা। ৬০ রানে তৃতীয় উইকেট হারানো দলটি ৭৫ থেকে ১০৮ রানে যেতে সব কটি উইকেট হারিয়ে বসে।
বরিশালের ইনিংসের সর্বোচ রান আসে ইফতেখার হোসেন ইফতির ব্যাটে। ৩১ বলে ২৫ রান করেন তিনি। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ফাজলে মাহমুদ রাব্বি এবং কামরুল ইসলাম রাব্বি (১৫)। এ ছাড়া মইনুল ইসলাম ১৪, রুয়েল মিয়া ১১ এবং সালমান হোসেন ইমন ১০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

রংপুরের বোলারদের মধ্যে আলাউদ্দিন বাবু ছাড়া বাকিরাও বেশ সফল ছিলেন। দুটি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আব্দুল গাফফার সাকলাইন। একটি উইকেট নেন আরিফ আহমেদ।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে তানবির হায়দারের (২) উইকেট হারালেও খুব একটা চাপে পড়েনি তারা। দ্বিতীয় উইকেটে নাঈম ইসলামের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন রিজওয়ান। নাঈম ১৭ বলে ১৬ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন রিজওয়ান। ৪৪ বলে ৫ ছক্কা ও ২ চারের মারে ৫৩ রান করে তিনি দলীয় ৮০ রানে আউট হন। এরপর আব্দুল্লাহ আল মামুন ২১ ও আকবর আলী ১৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। বরিশালের হয়ে একটি করে উইকেট নেন মইনুল ইসলাম এবং মইন খান।