রকমারী

বন্যার আগাম প্রস্তুতিঃ জামালপুরে ল্যাম্বে’র অবহিতকরণসভা

ডেস্ক রিপোর্টঃ জামালপুরে মানবিক সাড়া প্রদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগ মৌসুমী বা আকস্মিক বন্যায় ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয় ব্রহ্মাপুত্র ও যমুনা নদনদীর চরের মানুষেরা সমানভাবে ক্ষতিগ্রস্থ হয় নদীর পাড়ের মানুষেরা।

সবচেয়ে ঝুঁকির সম্মুখীন হয়ে থাকে গর্ভবর্তী ও প্রসূতি মায়েরা। চারদিকে যখন পানি থৈথৈ করে তখন কোথায় তাঁদের ডেলিভারি করাবে কোথায় যাবে কে ডেলিভারি করাবে? জরুরি প্রসূতি সেবা কোথায় পাবে? প্রজনন স্বাস্থ্যসেবা সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে।

২০১৯ সাল থেকে এই অঞ্চলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উন্নয়ন সহযোগী ল্যাম্ব হাসপাতালের মাধ্যমে তাঁদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে। যেমন: দুর্গম চরে প্রজননস্বাস্থ্য ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালনা, বেবিকিট বিতরণ ও লক্ষিত জনগোষ্ঠীকে রেফারেল সাপোর্ট দেয়া ইত্যাদি।

বন্যার আগাম প্রস্তুতি হিসেবে এই এলাকায় ভলেন্টিয়ার সিলেকশন, উপকারভোগী চিহ্নিতকরণের লক্ষ্যে আজ জামালপুরে উন্নয়ন সংঘের মিলনায়তনে এক অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় ল্যাম্ব হাসপাতালের প্রসবজনিত ফিস্টুলা নির্মূল প্রকল্পের ব্যবস্থাপক মাহাতাব লিটন অনুষ্ঠানে মূখ্য সহায়কের ভূমিকা পালন করেন।
অবহিতকরণ সভায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। আবু আল আসাদ মনিটরিং ডকুমেন্টেশন কোঅরডিনেটর।

ভলেন্টিয়ারদের প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।