বদরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে অগ্নিকাণ্ড থানায় অভিযোগ
রংপুরের বদরগঞ্জে জমা জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে বদরগঞ্জ উপজেলা কালুপাড়া ইউনিয়নের ছাদুরারপাড়া নামক গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভুক্তভোগী মজিবর রহমানের একটি ঘরে আগুন লাগানোর পোড়া অংশ দেখতে পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী মজিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসতেছে তারে ধারাবাহিকতায় আজকে হঠাৎ করে একই এলাকার গোলাম মোস্তফা ফিরোজ সহ সঙ্গবদ্ধ একটি দল এসে প্রথমে মজিবরের ওপরে হামলা চালায়, পরে মজিবারের পরিবারের লোকজনদেরকে মারধর করে বাড়িঘর ভাঙচুর করে ও একটি ঘরে আগুন ধরিয়ে দেয়।
পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী মজিবুর রহমান ত্রিপল নাইনে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। ট্রিপল নাইনের এসআই শরিফুল ইসলাম জানান – জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতা জেরে আজকে এই ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মজিবর রহমান জানান, জমিজমা সংক্রান্ত জেরে আমাদেরকে বহুদিন থেকে উচ্ছেদের চেষ্টা চালয় এই শত্রুতার জেরে গতকালকে আমাদের উপর হামলা চালায় এবং বাড়িতে আগুন দেয়। আমি বাদি হয়ে বদরগঞ্জ থানায় গতকাল অভিযোগ দায়ের করেছি।আমি ও আমার স্ত্রী সহ আহত, বদরগঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছি।বদরগঞ্জ থানার প্রাপ্ত কর্মকর্তা(ওসি) লতিফ মিয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।