ফুলবাড়ি উপজেলায় প্রসব জনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ সংক্রান্ত প্রচারণা পরিচালনার পরিকল্পনা সভা
কুড়িগ্রাম, জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় প্রসব জনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণ সংক্রান্ত দিনব্যাপী প্রচারণা পরিচালনার পরিকল্পনা ২৮ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়।
ইউএনএফপিএ এর অর্থায়নে পরিচালিত ল্যাম্ব হাসপাতালের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই অনুষ্ঠানের আয়োজন করে। এই মিটিংয়ে প্রসব জনিত ফিস্টুলা রোগীদের চিকিৎসার জন্য অনুসন্ধান করা হয়।
ডাঃ রোজিনা আক্তার (চলতি দায়িত্ব )উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ফুলবাড়ি অনুষ্ঠানে সভাপতি হিসেবে ও ডাঃ মোছাঃ আফরোজা বেগম ,মেডিকেল অফিসার ,ফুলবাড়ি কুড়িগ্রাম এবং ডাঃ সুমাশ্রী রায় জেলা এস আর এইচ আর সমন্বয়কারী কুড়িগ্রাম উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সি এইচ সি পি গন উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে ফিস্টুলা রোগীদের দ্রুত সনাক্তকরণ এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধার আওতায় আনার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
ডাঃ রোজিনা পারভিন (চলতি দায়িত্ব )উপজেলা স্বাস্থ্য ও প কর্মকর্তা বক্তব্যে বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার স্বাস্থ্যকর্মীরা যদি আন্তরিকভাবে একসাথে কাজ করেন, তাহলে আগামী দিনে ফুলবাড়ী উপজেলাকে প্রসব জনিত ফিস্টুলামুক্ত ঘোষণা করা সম্ভব হবে।
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অন্যান্য এনজিও কর্মীদের সহযোগিতায প্রসব জনিত ফিস্টুলা রোগী খুঁজে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেফার করার সিদ্ধান্ত দেন।