পীরগাছায় অনুষ্ঠিত হলো গ্রাম আদালত বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ
শাহীন মির্জা সুমন (রংপুর) : রংপুরের পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা পরিষদের আয়োজনে ৪ টি ইউনিয়ন পরিষদের মেম্বারদের নিয়ে ১৯ ও ২০ মে দুই দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ আজ মঙ্গলবার (২০ মে) সকাল ৯টা শুরু হয়ে বিকাল ৪টায় সমাপ্ত হয়।
উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে ১নং কল্যানী উনিয়ন ২নং পারুল ইউনিয়ন ৩নং ইটাকুমারী ইউনিয়ন ও ছাওলা ইউনিয়ন পরিষদেরসহ ৪৮ জন মেম্বারদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি সদস্যদের গ্রাম আদালতের কার্যক্রম, আইনি প্রক্রিয়া ও বিরোধ নিষ্পত্তির বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বক্তব্যে বলেন ” গ্রাম আদালত হচ্ছে তৃনমুল পর্যায়ের একটি আদালত আপনারা সরকারের গুরুত্বপূর্ণ অংশ ইউনিয়ন পরিষদ ৮০ শতাংশ সমস্যা সমাধান করে থাকে। এই আপনাদের কাজটাই সরকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন আপনারা নিশ্চয়ই জানেন চেয়ারম্যান মেম্বারদের কত কাজ করতে হয় আর আপনারা সেই কাজগুলো সুন্দর ভাবে করছেন। এসব কাজ গুলো এগিয়ে নিয়ে যাবেন সামনে ভিডাব্লিউবি, মাও শিশুর ভাতা দেওয়া হচ্ছে এই যে সামনে ৪০ দিনের কর্মসুচি সেখানে শতভাগ শ্রমিক নিয়োগ করতে হবে সঠিক মানুষের কাছে যেন কাজ গুলো যায় এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আর গ্রাম আদালতের কাজ গুলো আপনারা সবসময় সহযোগিতা করছেন, আপনাদের কাছে সরকার বিচারিক ক্ষমতা দিয়েছেন এটা কিন্তু অনেক বড় ক্ষমতা আপনারা গ্রাম আদালতের মাধ্যমে অনেক বিচার করেছেন। বিচারিক আদালতে আপনারা কোন পক্ষ বা স্বজন পিরিতি করবেন না নিরপেক্ষ যায়গায় চিন্তা করে বিচারের রায় গুলো দিবেন। কারো কোন পক্ষ পাতিত্য যেন আচরণ না হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হক সুমন এর সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইফতিসাম প্রীতি, রংপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক সেলোয়ারা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, পীরগাছা থানার অফিসার ইনচার্জ মো. নুরে আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রহিম মিয়া, পীরগাছা গ্রাম আদালত ও ইএসডিও সমন্বয়ক ও কল্পনা রানী রায়। তারা অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যকরিতা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এই প্রশিক্ষণ গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।