পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান,দুই শিশু নিহত এবং আরও তিনজন আহত
বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরাক ও সিরিয়ায় হামলার পর এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেলুচি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে এই হামলা চালায় ইরান। এই ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশের সাথে সাথে ‘গুরুতর পরিণতি’র হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পাকিস্তানে বেলুচি জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। ইরাক ও সিরিয়ায় বিভিন্ন স্থাপনায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলা চালানোর একদিন পর এই আক্রমণের ঘটনা ঘটল।
বিবিসি বলেছে, মঙ্গলবার প্রতিবেশী ইরানের হামলায় দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন বলে পাকিস্তান জানিয়েছে।
রয়টার্স বলছে, জইশ আল আদল নামের এই জঙ্গি গোষ্ঠীটি এর আগে পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ‘এই ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।’
পাকিস্তানি সামরিক বাহিনীর জনসংযোগ শাখা তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের এই অবৈধ হামলা গ্রহণযোগ্য নয়। এজন্য গুরুতর পরিণতি ভোগ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সীমান্তে সন্ত্রাসবাদ উভয়ের জন্যই হুমকি, কিন্তু একতরফা কোনো কর্মকাণ্ড ভাল প্রতিবেশীর সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।