পঞ্চগড়ে সারের ডিলারকে ২ লাখ টাকা জরিমানা, ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড
জেলা প্রতিনিধি, পঞ্চগড় :
অবৈধভাবে টিএসপি ও পটাশসহ সার বিক্রি করার অভিযোগে পঞ্চগড়ের বোদা উপজেলায় মেসার্স নুরনবী মজুমদার ট্রেডার্স নামক একটি সার ডিলারকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সাথে অবৈধভাবে সার বেচাকেনায় জড়িত থাকার কারণে আল মামুন নামের এক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সার ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করারও ঘোষণা দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধভাবে সার বিক্রির প্রমাণ মেলায় তাদের এই অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে সেনাবাহিনীর সদস্যরা অবৈধ সার বিক্রির চক্রটিকে ধরতে কাজ করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বোদা উপজেলার নাসিরমন্ডল হাট বাজারে অবৈধভাবে সার বিক্রির সময় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আল মামুন নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বোদা উপজেলা সদরের নুরনবী মজুমদার নামক সার ডিলারের গুদামে অভিযান চালানো হয়।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা আল মামুনের সঙ্গে নুরনবী মজুমদারের লাখ লাখ টাকার সার বিক্রি ও টাকা লেনদেনের প্রমাণ পান। পরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স নুরনবী মজুমদার ট্রেডার্সের ম্যানেজার আইয়ুব আলীকে ২ লাখ টাকা জরিমানা এবং আল মামুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, ‘আল মামুন পেশায় অটোচালক। তিনি নুরনবী মজুমদারের কাছ থেকে সার নিয়ে বিভিন্ন ছোট ব্যবসায়ী ও কৃষকদের কাছে চড়া দামে বিক্রি করতেন। প্রথমে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নুরনবী মজুমদারের গুদামে অভিযান চালানো হয়। সেখানে রেজিস্টারবিহীন একটি খাতায় আল মামুনের নামে ১০/১২ লাখ টাকার সার বেচাকেনার প্রমাণ পাওয়া যায়। এরপর ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা এবং আল মামুনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে নুরনবী মজুমদার ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’