রংপুর বিভাগ

নীলফামারীতে ৪৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীতে ৪৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। জেলার ডিমলা থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‍্যাব১৩

আজ (৩০ ডিসেম্বর) সকালে সিপিসি-২, নীলফামারী র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার ডিমলা থানাধীন ডালিয়া নতুন বাজারস্থ মেইন রোড সংলগ্ন মেসার্স রিয়েল ট্রেডার্স, প্রোঃ মোঃ রোস্তম আলী এর দোকানের সামনে ডিমলা টু জলঢাকাগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ব্যবহৃত ব্যাটারী চালিত অটোরিক্সার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৪৭ (সাতচল্লিশ) বোতল ফেন্সিডিল ও অটোরিক্সা জব্দ করে র‍্যাব।

মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার দহগ্রাম এলাকার মৃত আজিতুল্যাহ মিয়ার পুত্র মোঃ দুলাল হোসেন। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব ১৩।