রংপুর বিভাগ

নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নীলফামারী জেলা প্রতিনিধি : জেলায় ১২জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ওই বৃত্তি প্রদান করা হয় ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্লানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের যুগ্মসচিব মো. রায়হান আখতার। ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাহেদুল ইসলাম দোলন, অর্থ মন্ত্রণালয়ের বাণিজ্যিক অডিট অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ খাদেমুল বাশার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. জুলফিকার আলী প্রমুখ।

ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম থেকে ১০ শ্রেণীর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করা শিক্ষার্থীদের ওই বৃত্তি প্রদান করা হয়। এতে করে প্রথম চার হাজার, দ্বিতীয় তিন হাজার, তৃতীয় স্থান অধিকারীকে দুই হাজার টাকা করে প্রদান করা হয়।