খেলার খবর

নিগার-ফাহিমা-জান্নাতুলের নৈপুণ্যে রেকর্ড জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক নিগার সুলতানার সেঞ্চুরির পর দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের ৫ উইকেট শিকারের ম্যাচে রেকর্ড জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ ১৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে। ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয় বাংলাদেশের। এ ম্যাচে বাংলাদেশের হয়ে নিগার দ্রুততম সেঞ্চুরির এবং সর্বোচ্চ দলীয় রানের নয়া রেকর্ড গড়েছে টাইগ্রেসরা। বল হাতে ৫টি করে উইকেট নেন ফাহিমা ও জান্নাতুল।

পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান। আগেরটি ছিল ৫০ ওভারে ৪ উইকেটে ২৫২ রান। গেল বছরের নভেম্বরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ৫০ ওভারে ৪ উইকেটে ২৫২ রান করেছিল বাংলাদেশ।

রেকর্ড গড়া ম্যাচে বাংলাদেশের শুরুটা ভলো হয়নি। ১টি চারে ৮ রান করে আউট হন ওপেনার ইশমা তানজিম। দ্বিতীয় উইকেট জুটিতে ১৪১ বলে ১০৪ রান যোগ করেন আরেক ওপেনার ফারজানা হক ও শারমিন আকতার। জুটিতে ৪ চারে ৮২ বলে ৫৩ রান করেন ফারজানা।

এরপর তৃতীয় উইকেটে শারমিন-নিগার জুটি যোগ করেন ১৩৮ বলে ১৫২ রান। এ সময় ৭৮ বলে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন নিগার। ওয়ানডেতে বাংলাদেশের কোন ব্যাটারের এটি তৃতীয় শতক। এর আগে ২টি সেঞ্চুরি করেছিলেন ফারজানা।

ইনিংসের শেষ বলে আউট হবার আগে ৮০ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন নিগার। ১১টি বাউন্ডারিতে ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন শারমিন।

থাইল্যান্ডকে ২৭২ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে দুর্দান্ত বোলিং নৈপুন্য প্রদর্শন করেন বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা ও জান্নাতুল। দু’জনের স্পিন ঘূর্ণিতে ২৮.৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড।

তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ৮.৫ ওভারে ২১ রানে ৫ উইকেট নেন ফাহিমা। ৪৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে ৫ উইকেট নিলেন এই লেগ স্পিনার।

৫ ওভারে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট নেন ২০১৮ সালের পর ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নামা জান্নাতুল। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অভিষেক হওয়া জান্নাতুল ক্যারিয়ারের দুই ওয়ানডেতে কোন উইকেটের দেখা পাননি।

বাংলাদেশের হয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিগার।

আগামী ১৩ এপ্রিল লাহোরে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাই পর্ব থেকে পয়েন্ট টেবিলের সেরা দু’দল বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ-থাইল্যান্ড ছাড়াও বাছাই পর্বে খেলছে স্বাগতিক পাকিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ইতোমধ্যে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের চক্রের শীর্ষ ছয় দল স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও নিউজিল্যান্ড।