রংপুর বিভাগ

নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক পক্ষাঘাতগ্রস্থ ব্যক্তির লাশ উদ্ধার

এস বাবু রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে নিখোঁজের একদিন পর পুকুর থেকে আফাজ উদ্দিন (৫৫) নামে পক্ষাঘাত গ্রস্থ এক মধ্যবয়সির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের চৌপতি ঈদগাহ মাঠ সংলগ্ন একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আফাজ উদ্দিন(৫৫) গোড়ল ইউনিয়নের মৃত আবুর উদ্দিনের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার দুপুরের পর ছাগল খুঁজতে বাড়ি থেকে বাহির হয়ে নিখোঁজ হয় আফাজ উদ্দিন। অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায় না। পরদিন সকালে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পরিবারের লোকজন তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর
দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যেতে চাইলে পরিবারের লোকজন বাঁধা দেয়। পরে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে মৃতের পরিবারের অভিযোগ না থাকায় তাদের অনুরোধে মুচলেকা নিয়ে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।

পরিবারের লোকজনধারনা করছেন মৃত আফাজ উদ্দিন শারীরিক ভাবে অক্ষম একজন ব্যক্তি ছিলেন। তিনি কিছুদিন আগে স্ট্রোক করে এক সাইড পক্ষাঘাত গ্রস্থ হন। যে কারনে তিনি চলাফেরা করতে অক্ষম ছিলেন। যেহেতু বৃষ্টির কারনে রাস্তা পিচ্ছিল ছিল তাই হয়তো পা পিছলে মৃত আফাজ উদ্দিন পুকুরে ডুবে যায়। পরে সেখান থেকে উঠতে না পেরে হয়তো পুকুরের পানিতে ডুবে তিনি মারা যান।

এ বিষয়ে গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তাই প্রশাসনকে অনুরোধ করে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ
আব্দুল কাদের(এসআই) বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।