নাটকীয় ব্যাটিং-ধসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারল আফগানিস্তান
প্রথম ওয়ানডেতে শ্রীলংকার দেওয়ার ৩৮২ রানের পাহাড় সমান টার্গেটে ব্যাট করতে নেমে ৫৫ রানেi ৫ উইকেট হারিয়ে ফেলছিল আফগানিস্তান।এরপরেও নবী-ওমরজাইয়ের ব্যাটে দারুন লড়াই করে সাড়ে তিনশোর কাছাকাছি চলে যায় আফগানরা
রবিবার দ্বিতীয় ওয়ানডেতে লক্ষ্যটা ছিল তুলনামূলক সহজ। শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখতে হলে করতে হবে ৩০৯ রান। শুরুটাও আফগানিস্তান করেছিল দারুণ।২৯ ওভার শেষে মাত্র ২ উইকেটে হারিয়ে করে ফেলে ১৪৩।ম্যাচের রোমাঞ্চকর শেষ যখন সবাই অপেক্ষা করছে তখনই দেখা মিলল নাটকীয় এক ব্যাটিং ধসের। অতিথরা বাকি আট উইকেট মিলে তুলতে পেরেছে কেবল ১০ রান !
আফগানিস্তান এমন ব্যাটিং বিপর্যয় পাল্লেকেলেতে রোববার দ্বিতীয় ওয়ানডেতে ১৫৫ রানের বড় ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। ৩০৮ রান তাড়ায় ১৫৩ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান। ১০ রানে তুলেতে তারা হরিয়েছে শেষ ৮ উইকেট।টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিল স্বাগতিকরা। প্রথম ম্যাচে তাদের জয় ছিল ৪২ রানে।
আগে ব্যাটিংয়ে নেমে চার হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ৬ উইকেটে ৩০৮ রান করেছিল। প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করা পাথুম নিসাঙ্কা এদিন ১৮ রানে উইকেট হারান। আরেক ওপেনার আভিষ্কা ফার্নান্ডো (৫) দলীয় ৩৬ রানে বিদায় নেন।
এরপর সাদিরা সামারাবিক্রমা ও কুশল মেন্ডিস ১০৩ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে শক্ত অবস্থানে নেন। পরপর দুই ওভারে এই দুই ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান। সাদিরা ৫২ রান এবং কুশল ৬১ রান করেন।
আসালাঙ্কার সঙ্গে জানিথ লিয়ানাগে শতাধিক রানের জুটিতে শ্রীলঙ্কার বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দুজনে মিলে ১১১ রান যোগ করেন। লিয়ানাগে ৫০ রান করে বিদায় নিলে হাসারাঙ্গাকে নিয়ে দলীয় স্কোর তিনশ পার করেন। ক্রিজে থাকলেও সেঞ্চুরি করতে পারেননি আসালাঙ্কা। ৭৪ বলে ৯ চার ও ২ ছয়ে ৯৭ রান করেন তিনি।আফগানিস্তানের পক্ষে আজমতউল্লাহ ওমরজাই সর্বোচ্চ তিন উইকেট নেন।
রান তাড়ায় সপ্তম ওভারে দলীয় ৩১ রানে মারকুটে ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান। সেই ধাক্কা সামাল দিয়ে দলকে কক্ষপথে রাখেন ইব্রাহিম ও রেহমাত। দারুণ ব্যাটিংয়ে ৯৭ রানের জুটি গড়েন দুইজন।
তারপর ইব্রাহিম জাদরান ও রহমত শাহের জুটিতে লড়াইয়ের আশা জাগায় আফগানিস্তান। কিন্তু আসিথা ফার্নান্ডো ৯৭ রানের জুটি ভেঙে দিয়ে লংকানদের ম্যাচে ফেরান। ৬ চার ৫৪ রান করেন ইব্রাহিম জাদরান।
এরপর যেন চোখের পলকে শেষ হয়ে যায় সফরকারীদের ইনিংস। হাশমাতউল্লাহ শাহিদিকে বোল্ড করে দেন হাসারাঙ্গা। আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান আজমতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি যেদিন ছিলেন নিষ্প্রভ। গুলবাদিন নাইবও করতে পারেননি কিছু। দলটির শেষ ৮ ব্যাটসম্যানের কেউই যেতে পারেননি দুই অঙ্কে।শ্রীলংকার হয়ে চার উইকেট শিকার করেব লেগ স্পিনার হাসারাঙ্গা।সিরিজের শেষ ওয়ানডে বুধবার পাল্লেকেলেতেই।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩০৮/৬ (আসালাঙ্কা ৯৭*, মেন্ডিস ৬১, সামারাবিক্রমা ৫২, লিয়ানাগে ৫০; ওমরজাই ৩/৫৬)।
আফগানিস্তান: ৩৩.৫ ওভারে ১৫৩ (রহমত ৬৩, ইব্রাহিম ৫৪; হাসারাঙ্গা ৪/২৭, আসিতা ২/২৩, মাদুশঙ্কা ২/২৮)।