নাঙ্গলকোটে লেখকদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
কুমিল্লার নাঙ্গলকোটের লেখক-সাহিত্যিক-সাংবাদিকদের সংগঠন “নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন”র নিয়মিত আয়োজন ‘সাপ্তাহিক সাহিত্য আড্ডা’শনিবার বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় নাঙ্গলকোট পৌরবাজার এনসিসি ব্যাংকের নীচতলায় অনুষ্ঠিত হয়।
সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কবিও শিক্ষক মো: তাজুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন- ‘গত ১৪ বছর ধরে নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন নামক সংগঠনটি সাপ্তাহিক সাহিত্য আড্ডা আয়োজন করে আসছে। এই আড্ডায় এসেছে নতুন নতুন মুখ। সৃষ্টি হয়েছে নতুন নতুন লেখক। এর মধ্যে অনেকে চলে গেছেন চিরদিনের জন্য। তাদেরমধ্যে ভাষাসৈনিক আবদুল জলিল, ভিপি সাদেক হোসেন চেয়ারম্যান, ভিপি হুমায়ুন কবির, শামছুল করিম দুলাল, কবি অহিদুর রহমান, মাওলানা আবদুস সাত্তার, অধ্যক্ষ সায়েম মাহবুব, কাউছার আলম মিয়াজী, মাস্টার ইকবাল হোসেনসহ আরো অনেকে।’
হুমায়ুন আহমেদের ‘কোথাও কেউ নেই’ লেখাটির সারাংশ তুলে ধরে আলোচনা করেন সাফায়েত হোসেন, কবি এস এম আবুল বাশারের ‘কবিতায় বিশ্ব দেখি’ কবিতাটি আবৃত্তি করেন ডা. সাংবাদিক একে এম মারুফ হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি পাঠ করেন এডভোকেট ওমর ফারুক আল নিজামী,ভাষাসৈনিক আবদুল জলিলের লেখা ‘লাকসাম জনপদ কথামালা’ গ্রন্থ থেকে চুম্বক অংশ পাঠ করেন আবু জাফর ছালেহ, ‘ভাষাসংগ্রাম ও তার পরবর্তী সামরিক শাসনে এস এম আবুল বাশারের লেখালেখি’ শীর্ষক নিবন্ধ পাঠ করেন কবিও কলামিস্ট আজিম উল্যাহ হানিফ।