নগরীর ২৮নং ওয়ার্ডে বাসা বাড়ীর বর্জ্য অপসারনের লক্ষে হোম সার্ভিস চালু
রংপুর মহানগরীর পাড়া মহল্লার বাসা বাড়ীর বর্জ্য অপসারনের লক্ষে রংপুর সিটি কর্পোরেশন নিদের্শক্রমে এবং সমৃদ্ধ বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান হোম সার্ভিস চালু করেছেন। প্রতিদিন বিকেল ৪টায় বর্জ্যবহনকারী ভ্যান নিয়ে সংশ্লিষ্ট বাসা বাড়ির সামনে গিয়ে হাজির হবেন পরিচ্ছন্নতা কর্মী। দিবেন বাশিতে ফুক কিংবা করিং বেলে চাপ। নিয়ে আসবেন বাসা বাড়ী থেকে সংরক্ষিত বর্জ্য। যার সম্পন্ন দায়িত্ব নিয়েছেন সমৃদ্ধ বাংলাদেশ নামের এই প্রতিষ্ঠানটি।
এরই লক্ষে গতকাল শুক্রবার নগরীর ২৮নং ওয়ার্ডে চক বাজার জামে মসজিদের সামনে হোম সার্ভিস বর্জ্য অপসারণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। হোম সার্ভিস বর্জ্য অপসারণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার শেখ মোঃ শাহাদত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য শাখার ইন্সপেক্টর ও সমৃদ্ধ বাংলাদেশের অতিরিক্ত পরিচালক মোঃ শঠিকুল ইসলাম মুন্সি ওরফে হরকাতুল জিহাদ, সমৃদ্ধ বাংলাদেশের পরিচালক মোছাঃ রোকছানা পারভীন, সমন্বয়কারী মোছাঃ জাহানারা বেগম, চকবাজার জামে মসজিদের সভাপতি মাহাবুব আলম চৌধুরী, চক বাজার কবরস্থানের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী ও ইসমাইল আহমেদ মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও চকবাজার জামে মসজিদের মুসল্লিবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচলনা করেন আমিন উদ্দিন ফরিদী।