ধর্ষণ মামলা না তোলায় বাদীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
ডেস্ক রিপোর্ট : রংপুরের বদরগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষিত অতঃপর ৭ মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় সাদেকুল ইসলাম নামে এক লম্পটের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এদিকে মামলা তুলে নেওয়ার জন্য বাদী পরিবারকে নানা রকম হুমকি দিয়েও কাজ না হওয়ায় বাদীর বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বদরগঞ্জ থানা পুলিশ।
বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের দামোদরপুর পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। গত ৭ মাস আগে একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাদেকুল ইসলাম (৩৭) ওই মেয়েটিকে একাধিকবার অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ধর্ষণ করে। ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। দীর্ঘ ৭ মাস পর এই বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী ধর্ষকের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠে। পরে বদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা হয়। কিন্তু থানায় মামলা দায়েরের ২৮ দিন পরও পুলিশ আসামিকে গ্রেফতার করতে না পারায় আসামি পক্ষের লোকজন আরও বেপরোয়া হয়ে ওঠে। সেইসঙ্গে তারা মামলা তুলে নেওয়ার জন্য বাদী পরিবারের সদস্যদের নানা রকম হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জানুয়ারি) দুপুরে আসামির বড় শ্যালক মাসুদ রানা বাদীর বাড়িতে এসে মেয়েটির কাছে সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। কিন্তু মেয়েটি স্বাক্ষর না দেওয়ায় মাসুদ রানা ক্ষুব্ধ হয়ে তাদের বাড়িঘর পুড়ে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এরপর সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে গভীর রাতে বাদীর ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে গ্রামবাসী সবাই মিলে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ভুক্তভোগীর মা ও মামলার বাদী নাজমা বেগম জানান, সাদেকুলের বিরুদ্ধে মামলা করার পর থেকে তারা আমাদেরকে হুমকি দিয়ে আসছে। তাদের অব্যাহত হুমকির মুখে আমার স্বামী অসুস্থ হয়ে ৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
তিনি আরও বলেন, ঘটনার দিন (বুধবার) রাতে আমার স্বামী বাড়িতে ছিল না। এই সুযোগে আসামি সাদেকুলের বাবা আব্দুল মান্নান, স্থানীয় মেনাজুল ইসলাম মেম্বার ও সেরাজুল মেম্বারের নির্দেশে মাসুদ রানা আমার বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।