দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে বামজোটের পদযাত্রা
রংপুর প্রতিনিধি ।। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে বামজোট পদযাত্রা করেছে। ১১ অক্টোবর, বুধবার সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট,রংপুর জেলার উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের উচ্ছেদ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ,প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বামজোটের পদযাত্রা অনুষ্ঠিত হয়।রংপুর প্রেসক্লাব থেকে কাচারীবাজার পর্যন্ত পদযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার সমন্বয়ক, বাসদ(মার্কসবাদী) রংপুর জেলা শাখার আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্য আতিয়ার রহমান,সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার, মহানগর সভাপতি সাজেদুল ইসলাম সাজু,বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালের মত আরও একটি প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়।মানুষের ভোট দেবার ন্যুনতম গণতান্ত্রিক অধিকারটুকুও আর অবশিষ্ট নেই।আওয়ামী লীগ সরকার কম গণতন্ত্র বেশি উন্নয়নের কথা বলেছিলো।আজকে আমরা উন্নয়নের নমুনা দেখছি।এদের ছত্রছায়ায় হাজার হাজার নতুন কোটিপতি হয়েছে।অপরদিকে লাখ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গিয়েছে।নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য সিন্ডিকেটের কারসাজিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছে।সিন্ডিকেটকে ভাঙ্গা তো দূরের কথা সরকার তাদেরকে রক্ষা করছে।রাঘব বোয়ালদের বিদেশে টাকা পাঁচারের ফলে ডলারের রিজার্ভ তলানিতে ঠেকেছে।
দেশীয় কল কারখানা বন্ধ করে দেশকে আমদানিনির্ভর করেছে এই সরকার।রিজার্ভ ফুরিয়ে গেলে আমদানি বন্ধ হবে,দেশের জনগন পড়বে মহাবিপদে। ফলে গণতন্ত্র না থাকলে মানুষের অন্যান্য অধিকারও যে থাকে না আজ তা প্রমাণিত।তাই জনগণের নিজের স্বার্থেই এই সরকারকে বিদায় করতে হবে।নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন প্যালেস্টাইনের গাজা অবরুদ্ধ করে ইহুদিবাদী ইসরাইল খাদ্য,পানি,ওষুধ সরবরাহ আটকে দিয়ে লাখ লাখ প্যালেসাটাইনবাসীকে মেরে ফেলার আয়োজন করেছে।এ অন্যায়ের বিরুদ্ধে আমাদের টু শব্দ করছে না,করলে ভারত- আমেরিকা মন খারাপ করবে এই ভয়ে।আমরা বামজোটের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা ও বিশ্ববাসীকে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাই।