দেশে সার ও বীজের কোনো সংকট নেই: কৃষি উপদেষ্টা
নগর প্রতিবেদক :
আপাতত সারের কোনো সংকট নেই, বীজেরও সংকট হবে না বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কৃষক যাতে পরামর্শ, সার, বীজ ও পানি ঠিকমতো পায়, সেদিকে নজর দিতে হবে। সারের ব্যবহার পরিমিত পরিমাণে করতে হবে এবং জৈব সার ব্যবহারের পরিমাণ বাড়াতে হবে। জনসংখ্যা বাড়ছে, কৃষি জমি কমছে, তারপরও ১৮ কোটি লোককে খাবার যোগান দেওয়া সম্ভব হচ্ছে। এ কৃতিত্ব কৃষক, কৃষিবিদ, গবেষক এবং কৃষি সংশ্লিষ্ট সবার বলে তিনি জানান।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।