দিনাজপুরের হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী রাজস্ব আদায়
দিনাজপুরের হিলি স্থলবন্দরে গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৫কোটি টাকা বেশী রাজস্ব আদায় হয়েছে। এক বছরে ওই বন্দর থেকে মোট ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে। স্থলবন্দরের কাস্টম বিভাগের সরকারি কমিশনার নার্গিস আক্তার মঙ্গলবার জানান, গত বছর এই স্থলবন্দর দিয়ে আমদানি কারকরা আমদানি বেশি করেছে। ওই অর্থবছরে বন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬২৭ কোটি টাকা।
তিনি বলেন, রাজস্ব বিভাগের কড়াকড়ি এবং সঠিকভাবে ভারত থেকে আমদানিকৃত পন্যের উপর রাজস্ব আদায়ে বাড়তি রাজস্ব আদায় সম্ভব হয়েছে। গত অর্থ বছরে জুলাই মাসে ৩২ কোটি, আগস্ট মাসে ৪৩ কোটি, সেপ্টেম্বর মাসে ৩৯ কোটি, অক্টোবর মাসে ৩৭ কোটি, নভেম্বর মাসে ৫৩ কোটি, ডিসেম্বর মাসে ৫৭ কোটি, জানুয়ারি মাসে ৪৩ কোটি, ফেব্রুয়ারি মাসে ৩৫ কোটি, মার্চ মাসে ১০৫ কোটি, এপ্রিল মাসে ৫৭ কোটি, মে মাসে ৯৮ কোটি এবং জুন মাসে ৪৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ফলে ১২ মাসে (১ বছর) মোট ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।