রংপুর বিভাগ

দরিদ্র মানুষের অধিকার ও উন্নয়নে বার্ষিক সভা

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে দরিদ্র মানুষের অধিকার আদায় এবং সংগঠনকে ত্বরান্বিত করার লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়ন ফেডারেশন কার্যালয় মাঠে ওই ইউনিয়ন ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা করা হয়।
সভায় ফেডারেশনের চেয়ারম্যান সুশীল চন্দ্র সিংহের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল হোসেন, বাংলাদেশ আরডিআরএস ঠাকুরগাঁওয়ের কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার মো. শশীউল ইসলামসহ অনেকে।

এছাড়াও নারী, যুব, কৃষক ও দুর্যোগ ফোরামসহ সাধারণ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ফেডারেশনের ২০২৪ অর্থবছরের আয় ও ব্যয় এবং ২০২৫ সালের কর্মপরিকল্পনা বিষয় ছাড়াও দরিদ্র মানুষদের অধিকার আদায়ের লক্ষ্যে জীবন যাত্রার মান উন্নয়ন, যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার রোধ, মাদক দমন, শিশু শ্রম দমনে জনগণকে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা, বৃক্ষ নিধন রোধ, বায়ু দূষণ প্রতিরোধ সহ কৃষি উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।