থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে রংপুরে আরপিএমপি”র বিধি
আজ রবিবার ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি, মিছিল, গান-বাজনা, আতশবাজি,পটকাবাজি ইত্যাদি নিষিদ্ধ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রোপুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান, বিপিএম-বার, পিপিএম-বার এ আদেশ জারি করেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান রবিবার রাতে থার্টি ফার্স্ট নাইট (ইংরেজী বর্ষবরণ) উদযাপিত হবে।উক্ত দিবসটি শান্তিপূর্ণভাবে উদযাপনসহ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ কে সামনে রেখে রংপুর মেট্রোপলিটন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর মহানগরী পুলিশ আইন,
২০১৮ এর ২৮, ২৯, ৩০ ও ৩৩ ধারায় অর্পিত ক্ষমতাবলে দুইদিন জনসমাবেশ, অনুষ্ঠান, মিছিল, গান-বাজনা, ঢাক-ঢোল এবং লাউড স্পিকারের ব্যবহার, আতশবাজি, পটকাবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ও ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন তিনি।