রংপুর বিভাগ

থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে রংপুরে আরপিএমপি”র বিধি

আজ রবিবার ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আনন্দ র‍্যালি, মিছিল, গান-বাজনা, আতশবাজি,পটকাবাজি ইত্যাদি নিষিদ্ধ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রোপুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান, বিপিএম-বার, পিপিএম-বার এ আদেশ জারি করেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান রবিবার রাতে থার্টি ফার্স্ট নাইট (ইংরেজী বর্ষবরণ) উদযাপিত হবে।উক্ত দিবসটি শান্তিপূর্ণভাবে উদযাপনসহ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ কে সামনে রেখে রংপুর মেট্রোপলিটন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর মহানগরী পুলিশ আইন,

২০১৮ এর ২৮, ২৯, ৩০ ও ৩৩ ধারায় অর্পিত ক্ষমতাবলে দুইদিন জনসমাবেশ, অনুষ্ঠান, মিছিল, গান-বাজনা, ঢাক-ঢোল এবং লাউড স্পিকারের ব্যবহার, আতশবাজি, পটকাবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ও ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন তিনি।