ডেঙ্গু নিরসনে রংপুর সিটি কর্পোরেশনের ক্রাশ কর্মসূচী শুরু
রংপুর প্রতিনিধি ।। রংপুর নগরীতে ৬ জন স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ডেঙ্গু নিরসনে ক্রাশ কর্মসূচী শুরু করেছে সিটি কর্পোরেশন। রংপুর মেডিকেল মোড়ে ডেঙ্গু প্রতিরোধে এ কর্মসূচীর উদ্বোধন করেন, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এতে বক্তিতা করেন, প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ড. হারুন অর রশিদসহ অন্যরা। ক্রাশ কর্মসূচীর আওতায় প্রথম ধাপে ১১টি ওয়ার্ডে ৭৬ জন জনবল হ্যান্ড স্প্রেসহ ফগার মেশিন দিয়ে মশক নিধন এবং নগরীর ঝোপ-ঝাড় কেটে অপসারণ করবে।