রংপুর বিভাগ

ঠাকুরগাঁওয়ে সরিষার ফুলের সমারোহে পাল্টে গেছে দৃশ্যপট

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও : সরিষা গ্রাম অঞ্চলের এক গুরুত্বপূর্ণ রবি শস্য। শীতকালে সরিষা খেতে হলুদ রঙের সরিষার ফুল ফোটে। ফলে পুরো গ্রামাঞ্চলের ফসলের মাঠ গুলো যেন স্বপ্নের মতো সুন্দর হয়ে ওঠে। এই ফুলের মিষ্টি সুবাস সবকিছুকেই মনোমুগ্ধ করে তোলার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যকেও বৃদ্ধি করে তোলে। তেমনি সরিষা ফুলের সমারোহে পাল্টে গেছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ফসলের মাঠের দৃশ্যপট।

শীতের শিশির ভেজা সকালে ঘন কুয়াশার চাদরে মোড়ানো মাঠজুড়ে চোখে পড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ। সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য পাল্টে দিয়েছে প্রকৃতির রং ও মাঠের দৃশ্য। জেলার বিস্তীর্ণ এলাকায় এ মৌসুমে ব্যাপক সরিষার চাষ করা হয়েছে। সরিষার সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। এ যেন এক অপরূপ সৌন্দর্যের দৃশ্য। দেখে মনে হয় যেন প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সেজে। মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়ানোর এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য। যা সত্যিই মনোমুগ্ধকর। সরজমিনে সদর উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকাসহ জেলার বিভিন্ন উপজেলার মাঠ ঘুরে এমন দৃশ্য দেখা যায়। বিশেষ করে সড়কের ধারে সরিষা ক্ষেতগুলো প্রাকৃতিক এমন দৃশ্যের সাথে মোবাইল ফোনে ছবি তুলতেও দেখা যায় অনেককে।