খেলার খবর

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল ৯ মার্চ রোববার। আইসিসির এ টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। এবারের আসর থেকে লাল-সবুজের দল বিদায় নেওয়ার পর টাইগাররা এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) নিয়ে। এরপর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে টাইগাররা।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আগামী এপ্রিলে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আসন্ন এ সিরিজের জন্য আজ (শনিবার) সূচি ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে দুই টেস্টের সময়সূচি এবং ভেন্যু প্রকাশ করেছে বিসিবি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। দুই দলের প্রথম ম্যাচ শুরু হবে ২০ এপ্রিল, সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৮ এপ্রিল থেকে, এই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য রোজার ঈদের পর এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হতে পারে।