জাল টাকা নিয়ে বাজার করতে গিয়ে নারী আটক
ডেস্ক রিপোর্ট : রংপুরের গঙ্গাচড়া বাজারে জাল টাকা দিয়ে বাজার করার সময় মনিজা বেগম (২০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক মনিজা বেগম উপজেলার চেংমারী নাককাটির চওড়া এলাকার বাসিন্দা। বুধবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।
স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাচড়া বাজারে মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে ওই নারী বিভিন্ন দোকানে গিয়ে জাল নোট দিয়ে কেনাকাটার চেষ্টা করেন। দোকানদারেরা জাল নোট বুঝতে পেরে ওই নারীকে কোনো পণ্য না দিয়ে ফিরিয়ে দেন। এরপরেও ওই নারী অন্য দোকানে কেনাকাটা করতে গেলে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮ হাজার ৪০০ টাকার জাল নোট জব্দ করে এবং থানা নিয়ে যায়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, আটক নারীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।