খেলার খবর

জাতীয় দলে ফির‍তে যে সিদ্ধান্ত জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক : আকস্মিকভাবে ২০২৩ সালে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তবে দুই দিন পার না হতেই তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন টাইগার এই ওপেনার। এরপর বাংলাদেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলে বিশ্রামে যান তিনি। পরের অংশটা বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও নানা নাটকীয়তা ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি তামিমের।

সেই সময়ে সাকিব আল হাসানের এক ইন্টারভিউ বেশ আলোড়ন ফেলে লাল সবুজ জার্সিতে। একই সঙ্গে তামিমের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে এসে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এরপর আর কখনোই জাতীয় দলে দেখা যায়নি তামিমকে। ঘরোয়া ক্রিকেটে দেখা গেলেও জাতীয় দলে তামিমকে আর দেখা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।
এই ইস্যুতে আজ বিপিএলের মাঝেই তামিমের সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ক্রিকেটে ফেরার বিষয়ে তামিমকে সময় দিয়েছেন নির্বাচকরা। তামিমও বিসিবিকে রাখলেন অপেক্ষায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে থাকার জন্য তামিম ইকবালকে অনুরোধ করেছে বিসিবির নির্বাচক কমিটি। এমনকি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তামিমকে তার দলে চান। আজ গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে তামিম ইকবাল ও গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি লম্বা সময়ের বৈঠক করে। যেখানে আরও সময় চেয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম।
তামিমের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসে গাজী আশরাফ হোসেন লিপু বললেন, ‘তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আপনাদের একটা আগ্রহ থাকবে। এটা খুবই স্বাভাবিক। এ ব্যাপারটা নিয়ে এর আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারতো। যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে। আলোচনা হয়েছে। কিন্তু কোন আলোচনাই সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত।’
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময় আগামী ১২ জানুয়ারি। এর আগে তামিমকে তার ‘বন্ধুবান্ধব ও পরিবারের’ সঙ্গে কথা বলতে সময় দিয়েছেন নির্বাচকরা, ‘তামিমের ঘনিষ্ঠজন, পরিবার, বন্ধু-বান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। আমাদের যেহেতু ১২ তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগেই আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। আমাদের কাছে মনে হয়েছে সময় আছে, লেট হিম টেক টাইম, তাড়াহুড়োর কিছু নাই। তিনি একটা টুর্নামেন্ট খেলছেন, আমাদের প্রাথমিক আলোচনা আমরা সেরে নিয়েছি।’
বিসিবিকেও অপেক্ষায় রাখলেন তামিম। প্রধান নির্বাচক বাকি সবাইকে বললেন আরও কয়েকদিন অপেক্ষা করতে, ‘এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। সে সিদ্ধান্তের জন্য তামিম ইকবালকে একটু সময় দিতে হবে। ‘