রকমারী

চাহিদা বেড়েছে জলপাই এর

যে ফল দেখলে বা নাম শুনলেই জিভে জল আসে তার নাম জলপাই। এক সময় খুব বেশি চাহিদা না থাকলেও বর্তমানে বিভিন্ন কোম্পানি প্যাকেটজাত আচার তৈরী ও নারী উদ্যোক্তা’রা ঘরে আচার তৈরী করাতে ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের চাহিদা বেড়েছে বেশ। রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামে এই ফল ফলে ব্যাপক। পাইকারী কেজি দরে পাথক্য ভেদে ১৫-৩০ টাকায় কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠান পাইকাররা। ছবিটি রংপুরের কাউনিয়া হতে উঠানো।