রংপুর বিভাগ

গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি নিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা ও পৌর পার্কের বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি দেন- গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা পুলিশ এর পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানান- গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা ও পুলিশ এর অন্যান্য পুলিশ প্রধানরা।

পরে সকাল ৯টা ৩০ মিনিটে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক চোধুরী মোয়াজ্জম আহমদ (যুগ্ন সচিব) ও বিশেষ অতিথি গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা।