গঙ্গাচড়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে কুয়েটের ‘ট্রাই’ ক্লাব এর ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি ।। গঙ্গাচড়া উপজেলায় তিস্তার ভাঙন কবলিত এলাকা ও বন্যার্তদের মাঝে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষার্থীদের ক্লাব ট্রাই এর উদ্যোগে ১৪ই অক্টোবর সোমবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়ন সহ বন্যা কবলিত এলাকায় মোট ১৬৫টি পরিবারকে কে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাই ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সালিম আবেদীন ফাহিম। এর আগেও ক্লাবটি রংপুরের কাউনিয়া ও হারাগাছে ব্যাপক ত্রাণ বিতরণ করে।
ত্রাণের মধ্যে ছিল চাল,ডাল,তেল,আলু,পিঁয়াজ,লবণ,সাবান। গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারিতে ৪০ টি, আলমার বাজার এলাকায় ৬৫টি ও ছালাপাক এ ৬০টি পরিবার কে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।