আন্তর্জাতিক

ক্ষমতায় এলে ‘অভিবাসী’ তাড়ানোর ঘোষণা ট্রাম্পের

আবারও ক্ষমতায় আসলে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই ‘অভিবাসী তাড়াও অভিযান’ চালানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসন সংকট নিয়ে তোলা বিল ভেস্তে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

চলতি সপ্তাহে দ্বিদলীয় মতৈক্যের ভিত্তিতে সিনেটে আনা অভিবাসন-সংক্রান্ত বিলটি আটকে যায়। এর মধ্য দিয়ে রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের নিয়ন্ত্রণের বিষয়টি আরও স্পষ্ট হলো। ট্রাম্পের চাওয়া মেনে নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিবাসন ইস্যুতে জয়ী হতে দিতে চান না রিপাবলিকান আইনপ্রণেতারা।

এ বিষয়ে সাউথ ক্যারোলাইনায় এক সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আসুন আমরা ভুলে না যাই যে এ সপ্তাহে আমাদের আরও একটি বিশাল বিজয় আছে, যা প্রতিটি রক্ষণশীলের উদ্‌যাপন করা উচিত। আমরা কুটিল জো বাইডেনের বিপর্যয়কর উন্মুক্ত সীমান্ত বিল ধসিয়ে দিয়েছি।’

অভিবাসন ইস্যুতে বাইডেনের ‘দুর্বলতা’ কাজে লাগাতে চাইছেন ট্রাম্প। তার চাপের মুখে রিপাবলিকান আইনপ্রণেতারা সীমান্ত সংস্কার বিল নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের আগপর্যন্ত আটকে দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে, বিভিন্ন আদালতে ৯০টিরও বেশি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়া সত্ত্বেও বাইডেনের বিরুদ্ধে জরিপে ট্রাম্প ভালো ফল করছেন। তার বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচন পাল্টে দেয়ার চেষ্টা, অফিস ছাড়ার পর সরকারের গোপন তথ্য গোপন রাখা এবং একজন পর্নো তারকাকে অর্থ প্রদানের অভিযোগ আনা হয়েছে।