আন্তর্জাতিক

কার্যকর রাষ্ট্র হিসেবে ফিরতে সিরিয়াকে সহায়তা করবে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন,কার্যকর রাষ্ট্র হিসাবে সিরিয়ার প্রত্যাবর্তনে জার্মানি দেশটিকে সহায়তা করতে চায়। বার্লিন থেকে এএফপি’র খবরে এ কথা জানানো হয়।

আজ শুক্রবার বেয়ারবকের দামেস্ক সফরের আগ মুহূর্তে বার্লিনে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সিরিয়ার ইসলামপন্থী হায়াত তাহরির আল-শামস যারা আসাদ সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে। তাদের নিয়ে সন্দিগ্ধ হওয়া সত্ত্বেও মিস বেয়ারবক বলেন, সিরিয়ার মানুষকে সহায়তা করার এই সুযোগ হাতছাড়া করা আমাদের উচিৎ হবে না।