রংপুর বিভাগ

ঐতিহ্যবাহী ঘোড়দৌড়-পাতা খেলা দেখতে উৎসুক জনতার ভিড়

জেলা প্রতিনিধি, গাইবান্ধা : আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও পাতা খেলা দেখতে গাইবান্ধার সাদুল্লাপুরে ঢল নেমেছে হাজারো মানুষের। এসময় মাতোয়ারা হয়ে ওঠে তারা। উচ্ছ্বসিত শিশু-কিশোররাও। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ইদিলপুর ইউনিয়নের পাহাড়ি যুবসমাজের আয়োজনে জমিদার বাজার কৃষি মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় মাঠের কানায় কানায় পূর্ণ খেলা প্রেমীদের।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে জাহিদ রেজা স্বপন ও উদ্বোধন করেন শিক্ষক আজিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, মোস্তাফা রহমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানসহ স্থানীয় সুধীজন।

প্রত্যক্ষ করে দেখা গেছে- গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে দূরদূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ ছুটে আসে। মুহূর্তে গোটা এলাকাজুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে খেলাপ্রেমিরা।
পরে নানা সাঁজে সজ্জিত হয়ে টকবগিয়ে খুরের আওয়াজ তুলে ছুটে যায় রঙ্গে -বেরঙ্গে ঘোড়া। সাজে সজ্জিত হয়ে ছুটে চলে ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতায়।

এদিকে, পাতা খেলায় মন্ত্র দিয়ে তান্ত্রিকরা মাঠের মধ্যে থাকা পাতারূপী তুলা রাশির কয়েকজন মানুষকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন।
গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও বাংলার সংস্কৃতি মনে করিয়ে দেওয়া আর এলাকাবাসীকে আনন্দ দিতে আজকের এ আয়োজন বলে অনুভূতি প্রকাশ করেন যুবসমাজ সংগঠনের সদস্যরা।

উভয় খেলায় প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়েছে বলেও জানান আয়োজক কমিটির জাহাঙ্গীর আলম।