একই দামে দ্বিগুণ স্পিড: আজ থেকে ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট
রংপুরের খবর ডেস্কঃ দেশের ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য সুখবর! এখন থেকে মাত্র ৫০০ টাকায় মিলবে দ্বিগুণ ইন্টারনেট গতি—১০ এমবিপিএস। এতদিন এই দামে মিলত ৫ এমবিপিএস গতির সংযোগ। শনিবার (১৯ এপ্রিল) এক গোলটেবিল আলোচনায় এ ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত “ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়” শীর্ষক এই অনুষ্ঠানে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক জানান, “আজ থেকেই ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট পাবে গ্রাহকরা। এবং সামনে আরও উন্নত গতি আনা হবে।”
তিনি আরও বলেন, “একই মূল্যে ২০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবাও শিগগিরই চালু করা হবে, যা উপভোগ করবেন দেশের প্রায় ১ কোটি ৪০ লাখ গ্রাহক।” অনুষ্ঠানে ব্যান্ডউইথ পরিবহন খরচ কমিয়ে আনার দাবি জানান সেবাদাতারা। তাদের দাবি, প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ সঞ্চালন খরচ ৫ টাকায় নামিয়ে আনা হলে গ্রাহকরা আরও কম দামে উচ্চগতির ইন্টারনেট পাবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশে ইন্টারনেট সেবার মান আশানুরূপ নয়। এটি বিশ্বের অন্যতম নিচের সারির। তাই খরচ কমিয়ে মানোন্নয়ন এখন সময়ের দাবি।” তিনি আরও জানান, “বাংলাদেশে আর কখনো ইন্টারনেট শাটডাউন হবে না। নিরাপত্তা নিশ্চিত করে সব রকম ফাঁকফোকর বন্ধ করা হবে।”
তবে বিষয়টি নিয়ে বিতর্কও উঠেছে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ দাবি করেছেন, “১০ এমবিপিএসকে সর্বনিম্ন গতি নির্ধারণ করা হলে তা গ্রাহকদের সঙ্গে প্রতারণা হবে। আমরা চাই সর্বনিম্ন ২০ এমবিপিএস ও সর্বোচ্চ ১০০ এমবিপিএস গতি নিশ্চিত হোক।”
তিনি আরও উল্লেখ করেন, “সরকার ইতিমধ্যে ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়েছে। ভারত থেকে যে ব্যান্ডউইথ আসে তা ৮০ টাকায় কিনে এনে দেশে লাখ টাকায় বিক্রি করা হচ্ছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক।”