আন্তর্জাতিক

ইউক্রেন সংকট সমাধানে ট্রাম্পের অগ্রাধিকার

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের কাছে ইউক্রেন সংকট সমাধানের বিষয়টি অগ্রাধিকার পাবে। শনিবার ফ্রান্সের ম্যাগাজিন প্যারিস ম্যাচ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মনোভাব ব্যক্ত করেছেন। যেখানে তিনি মধ্যপ্রাচ্য সংকটকে ইউক্রেন সংকটের তুলনায় কম গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

আজ বুধবার প্রকাশিত এ সাক্ষাৎকারের প্যারিস ম্যাচ’কে তিনি বলেন, “আমাদের উচিত ইউক্রেন সংকটের একটা সমাধান করা। এই যুদ্ধে উভয় দেশ উল্লেখযোগ্য প্রাণ হারাচ্ছে। হাজার হাজার সৈন্য নিহত হচ্ছে। মধ্যপ্রাচ্য অবশ্যই অগ্রাধিকার পাবে। কিন্তু ইউক্রেন সংকটের তুলনায় মধ্যপ্রাচ্য সংকটের তীব্রতা কম। এ দু’টো সংকটকে যত দ্রুত সম্ভব আমাদের সমাধান করতে হবে। অবিশ্বাস্যভাবে অনেক মানুষ মারা যাচ্ছে।”

নটর ডেম চার্চ পুনরায় খুলে দেওয়ার অনুষ্ঠানে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্প গত শনিবার ফ্রান্সে যান। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি’র সাথে কথা বলেন।
এক সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি চব্বিশ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে পারেন। ওই সাক্ষাৎকারে সিরিয়া বিষয়ে তিনি পুনরাবৃত্তি করে বলেন, ওয়াশিংটন সিরিয়ায় হস্তক্ষেপ করতে পারে না। সিরিয়া নিজেই নিজেকে টেক কেয়ার করবে। আমরা সিরিয়ায় জড়িত না।