ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার বোমা হামলায় ৩ জন নিহত
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নগরী দোনেৎস্কের কাছে মঙ্গলবার রাতে রাশিয়ার বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে এক শিশু রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় কাউন্সিল এএফপি’কে জানায়, যুদ্ধক্ষেত্রের প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে সেলডোভের ৯টি অ্যাপার্টমেন্ট ব্লকে এবং একটি হাসপাতালে এসব হামলা চালানো হয়।
তারা আরো জানায়, এসব হামলায় আরো ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে চার শিশু রয়েছে।
দোনেৎস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাচকিন জানান, সেখানে স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে প্রথম দফার এবং রাত ১টার দিকে দ্বিতীয় দফার হামলা চালানো হয়।
টেলিগ্রামে তিনি আরো জানান, হামলায় ক্ষতিগ্রস্ত ওই হাসপাতাল থেকে প্রায় ১০০ রোগীকে পার্শ্ববর্তী পোকরভস্ক এবং মিরনোগ্রাদে সরিয়ে নেওয়া হয়েছে।
হামলার ধরনের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
২০১৪ সালের পর থেকে রাশিয়ার দখলে থাকা বড় নগরী দোনেৎস্কের উপকণ্ঠে সেলিডোভ নগরী অবস্থিত। যুদ্ধ শুরু হওয়ার আগে এ নগরীর জনসংখ্যা ছিল প্রায় ২১ হাজার।