আন্তর্জাতিক

ইউক্রেনকে ৩১ কোটি ১০ লাখ ডলারের সাহয্য দিচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য শনিবার একটি ৩১ কোটি ১০ লাখ ডলারের প্রতিরক্ষা প্যাকেজ ঘোষণা করেছে যা ইউক্রেনের জন্য ‘জরুরিভাবে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র গোলাবারুদ’ উৎপাদন বাড়াবে।

ইউরোপীয় নেতারা ইউক্রেনের সঙ্গে তাদের সংহতি প্রকাশ করেছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ‘রাশিয়া শুধু ইউক্রেনে হামলাই করছে না, তারা ইউরোপের শান্তিও ধ্বংস করছে।’ তিনি বলেন, জার্মানি তার সেনাবাহিনী এবং গোলাবারুদ উৎপাদনে বিনিয়োগ অব্যাহত রাখবে।

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ শনিবার ইউক্রেন এবং তার মিত্রদের তাদের সাহস বজায় রাখার আহ্বান জানিয়েছেন। যদিও রাশিয়ার রক্তাক্ত আক্রমণ তৃতীয় বছরেও অব্যাহত রয়েছে। তিনি একটি বার্তায় বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। ইউক্রেনে আধিপত্য বিস্তার নিয়ে প্রেসিডেন্ট পুতিনের লক্ষ্য বদল হয়নি। শান্তির জন্য প্রস্তুতি নেয়ার কোনো ইঙ্গিত মেলেনি।’

ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাদের সংক্ষিপ্ত সফরে জেলেনস্কির সঙ্গে বিলিয়ন মূল্যের নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে, যেমনটি জার্মানি এবং ফ্রান্স ইতিমধ্যেই করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, এই মার্কিন সহায়তা প্যাকেজ রুশ আক্রমণের বিরুদ্ধে তার দেশের প্রতিরক্ষার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।