আন্তর্জাতিক বাজারের সাথে সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার
আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। আজ সোমবার সচিবালয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
জানা গেছে, ৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য প্রতি লিটার ১৭৫ টাকা নির্ধারণ করেছে সরকার। খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছে প্রতি লিটার ১৫৭ টাকা। ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৫২ টাকা।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২০ শতাংশ বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাস্তবসম্মত বিশ্লেষণ শেষে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিভিওআরভিএমএ) সভাপতি মোস্তফা হায়দার বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ইতিমধ্যে বেড়ে যাওয়ায় দেশে দাম সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে।