শিক্ষা

আগামীকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল ১০টায়

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল ২৩ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে সকাল ১০টায়।

সারাদেশে অব্যাহত শৈত্যপ্রবাহের কারণে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে।

নির্দেশনায় আরো বলা হয়, এছাড়াও ইতো:পূর্বে এই মন্ত্রণালয় থেকে জারী করা ১৬ জানুয়ারিতে দেওয়া নির্দেশনা বহাল থাকবে।

সুত্রঃবাসস